১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট ও গুম

প্রকাশিত আগস্ট ১২, ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ণ
ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট ও গুম

সিলেট প্রতিনিধি:

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় গত ৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যায় প্রভাবশালী একটি রাজনৈতিক গ্রুপের নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ফেঞ্চুগঞ্জ বাজারের সম্মানিত চাল ব্যবসায়ী মোঃ আকতার মিয়ার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও মূল্যবান সম্পদ লুট করে। একই রাতে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এখনো তিনি নিখোঁজ রয়েছেন।

পরিবারের দাবি, স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে গুম করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি ও
সাধারণ সম্পাদক তসলিমা আহমদ নেহার এর নেতৃত্বে প্রায় ২০-২৫ জন অস্ত্রধারী লোক মোঃ আকতার মিয়ার বাড়িতে ঢুকে তার ছেলে ছাত্রলীগ নেতা নাহিয়ান আহমদ রিফাত কোথায় জিজ্ঞাসাবাদ করে। কোনো তথ্য না পেয়ে হামলাকারীরা তাকে ও তার স্ত্রীকে বেদম মারধর করে ও বাড়িতে চরম ভাঙচুর ও লুটপাট চালায়। পরে তাকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

পরিবার জানায়, হামলার সময় ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া হয়। হামলাকারীরা বাড়ির কিছু অংশে অগ্নিসংযোগও করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ আকতার মিয়া আওয়ামী লীগের সাবেক উপজেলা সহ-সভাপতি
ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঘটনার এক সপ্তাহ পরও আইন-শৃঙ্খলা বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত বা উদ্ধার তৎপরতা দেখা যায়নি এখনো জানি না তিনি বেঁচে আছেন কিনা। আমরা অসহায়, আইনের কোনো সুরক্ষা নেই বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি তদন্তাধীন। নিখোঁজের বিষয়ে
সাধারণ ডায়েরী (জিডি) পাওয়া গেছে। আমরা খোঁজ নিচ্ছি।”

এই নিউজ ৩১১ বার পড়া হয়েছে