১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশা চুরি, থানায় অভিযোগ

প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে সিএনজি অটোরিকশা চুরি, থানায় অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ কদমতলী কলেজ রোড থেকে একটি সিএনজি অটোরিকশা (অনটেক্স) গাড়ি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কদমতলী কলেজ রোডে অটোরিকশাটি দাঁড় করে নিকটস্থ এক রেস্টুরেন্টে চা পান করতে যান চালক। এ সময় সুযোগ বুঝে চোরচক্র অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
চা খাওয়া শেষে ফিরে এসে গাড়ি না পেয়ে চালক বিষয়টি স্থানীয়দের জানিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় সন্দেহভাজন একজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা চুরির ঘটনা নিশ্চিত করে জানান, “গাড়িটি উদ্ধারে আমাদের অভিযান চলছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে এবং দ্রুত গাড়িটি উদ্ধারের দাবি জানিয়েছেন চালক ও স্থানীয়রা।

এই নিউজ ৩০৭ বার পড়া হয়েছে