সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীর পক্ষ থেকে শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, পেঁয়াজ,আলু, সয়াবিন তেল, চিনি, লবণসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়, রামপাশা ইউনিয়নের মাঝপাড়া জামে মসজিদ, এবং দশঘর ইউনিয়নের পিরের বাজার এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং হাফিজ হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নোমান আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা এম. আশরাফুল হক।
বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত ও ক্বারী মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “করোনা, বন্যা কিংবা যে কোনো দুর্যোগে প্রবাস থেকে ড. ক্বাসিমী বিপুল পরিমাণ সহযোগিতা পাঠিয়েছেন, যা আমরা নিজ হাতে অসহায় মানুষের মাঝে পৌঁছে দিয়েছি। মানবিকতার ধারাবাহিকতায় বর্তমান কার্যক্রম চলছে এবং আগামীতেও ইনশাআল্লাহ এই সহযোগিতা অব্যাহত থাকবে।” পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শতাধিক পরিবার এর সদস্যদের হাতে খাদ্য সামগ্রী উপকরণ তোলে দেওয়া হয়।
এই নিউজ ৩১০ বার পড়া হয়েছে