১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শরিফগঞ্জে ওয়াদাকৃত টাকা হস্তান্তর করলেন খেজুর গাছের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
শরিফগঞ্জে ওয়াদাকৃত টাকা হস্তান্তর করলেন খেজুর গাছের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম

গোলাপগঞ্জের শরিফগঞ্জ ইউনিয়নে ওয়াদাকৃত নগদ টাকা হস্তান্তর করেন সিলেট-৬ আসনের এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গোলাপগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার সাহেবের উপস্থিতিতে শরিফগঞ্জ ইউনিয়নের ওয়াদা কৃত ১ লক্ষ ৯৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান, জমিয়ত নেতা আব্দুল হক্ব, গোলাপগঞ্জ যুব জমিয়তের সভাপতি হাফিজ মুনাওয়ার হোসাইন সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ অর্থ সম্পাদক হাফিজ মাওলানা সাদিকুর রহমান শ্রমিক নেতা ইন্জিনিয়ার আব্দুল ক্বাদীর জাকির, যুব জমিয়ত শরীফগঞ্জ ইউনিয়ন সহ সভাপতি রায়হান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সাদিকুর রহমান, ছাত্র জমিয়ত ইউনিয়ন সভাপতি মাওলানা এমাদ রায়হান।

এই নিউজ ৩০৯ বার পড়া হয়েছে