স্টাফ রিপোর্টারঃ
সিলেট পলিটেকনিক ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদল নেতা শফিকুর রহমান বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকলেও দেশে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার কারণে নিয়মিত পুলিশি তল্লাশি ও পরিবারের ওপর চাপ অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে তার বাড়িতে পুলিশ বারবার তল্লাশি চালাচ্ছে। পুলিশ তাকে না পেয়ে বাড়ির সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে বলেও অভিযোগ উঠেছে।
যুক্তরাজ্যে থাকা শফিকুর রহমান জানান, দেশের রাজনৈতিক অস্থিরতা এবং দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলার পেছনে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্র রয়েছে দাবি করে তিনি বলেন, দেশে থাকতেই তাকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলার চেষ্টা করা হয়েছিল। পরে নিজের নিরাপত্তার কারণে তিনি বিদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
তিনি বলেন, “আমি দেশের বাইরে থাকলেও আমার বাড়িতে পুলিশ গিয়ে আমার ফোন নম্বর সংগ্রহের চেষ্টা করছে এবং আমাকে ধরতে না পেরে আমার মা–বাবাকে মানসিকভাবে চাপে ফেলছে। এতে আমার পরিবার চরমভাবে আতঙ্কে আছে।”
তার পরিবার অভিযোগ করেছে, বাড়িতে পুলিশি অভিযান চালানোর সময় পুলিশ সদস্যরা তল্লাশির নামে বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে খুঁজে না পেয়ে পরিবারকে হুমকি দেয়। পরিবারের সদস্যদের দাবি, মাঝে মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি বাড়িতে এসে তাকে হত্যার হুমকি দিয়ে যায়। এ কারণে তারা সার্বক্ষণিক ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।
শফিকুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জানান, তার বিরুদ্ধে বর্তমানে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় চারটি মামলা চলমান রয়েছে এবং এসব মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তিনি বলেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জামিন পাওয়ার সুযোগ নেই।
চারটি মামলার প্রতিটিই বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪ ধারা ও দণ্ডবিধির গুরুতর ধারায় দায়ের করা হয়েছে। মামলা নং ২৬ , মামলা নং ৩৪ , কোতোয়ালি সিআর মামলা ১৬১৭/২০২৪ এবং কোতোয়ালি সিআর মামলা ০৮/২০২৫—সবকটিতেই তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসব মামলায় বড় সংখ্যক রাজনৈতিক নেতাকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ কয়েক ডজন ব্যক্তি। তাদের বেশিরভাগই বর্তমানে দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুব চৌধুরী বলেন, শফিকুর রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসা ও দলের অভ্যন্তরীণ কোন্দলের শিকার। তাকে দেশেই কয়েকবার হত্যাচেষ্টা করা হয়েছিল বলে দাবি করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরলে তাকে হত্যা করা হওয়ার আশঙ্কা রয়েছে।
শফিকুর রহমান বলেন, “আমি দেশের বাইরে থাকার পরেও পুলিশ আমার বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে। আমার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। এসবের কারণে আমি এবং আমার পরিবার গভীর আতঙ্কে আছি। ইতিমধ্যে দুইজন পুলিশ অফিসার আমার বাড়ি থেকে ব্যাক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে।” বিষয়টি নিয়ে আমি বর্তমানে খুবই আতঙ্কিত।
এই নিউজ ৩৪০ বার পড়া হয়েছে