১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সড়কে মুদি ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা!

প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪, ০৬:০২ অপরাহ্ণ
সড়কে মুদি ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা!

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে এক মুদি ব্যবসায়ীর মৃত্যুতে কেন্দ্র করে রহস্য দেখা দিয়েছে। পুলিশ বলছে এটি একটি দুর্ঘটনা৷ তবে পরিবারের অভিযোগ হত্যা।

নিহত মুদি ব্যবসায়ীর নাম আলতাফুর রহমান। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারি সেনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে শুক্রবার (২০ সেপ্টেম্বর রাতে)।

তার ছেলে মোস্তাফিজুর রহমান শিবলু জানান, আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে দরবস্ত বাজারে মুদি দোকান পরিচালনা করতেন। সরকার পরিবর্তনের পর স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির অনুসারীরা তার বাবার কাছে চাঁদা দাবি করছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার হুমকিও দেয়। শিবলু দাবি করেন, ওইদিন ররাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে তার বাবাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।

তার দাবি, করগ্রাম এলাকার বদরুল আলম শাওন নামের এক ব্যক্তি প্রাইভেট কার দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়। এবং ওই শাওনই পূর্বে তার বাবার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

তিনি আরও জানান, ঘটনার পর তাকে মামলা না করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। মামলা করার চেষ্টা করলেও প্রভাবশালী মহল এবং অর্থনৈতিক লেনদেনের কারণে প্রশাসন অভিযোগ গ্রহণে অনীহা দেখিয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, শাওন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি জয়নাল আবেদিনের অনুসারী।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তাকে একটি প্রাইভেট কার চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে কোন সিসি ক্যামেরা না থাকায় চাপা দেওয়া কারের নাম্বার শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা এবং তারা মামলা দিতে গেলে মামলা নিতে অনিহা দেখানো হয়েছে- জানিয়ে বক্তব্য জানতে চাইলে ওসি বলেন, এ ব্যাপারে আমার কোন বক্তব্য নেই। কিছু জানার থাকলে থানায় আসুন।

এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে