দীর্ঘ দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের আহবায়ক এম এফ আই আনোয়ার।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় এম এফ আই আনোয়ার বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত। দীর্ঘদিনের নির্বাসন শেষে প্রিয় নেতার দেশে ফেরা জাতির রাজনীতিতে নতুন আশার সঞ্চার করবে।
তিনি আরও বলেন, তারেক রহমান আপসহীন নেতৃত্বের প্রতীক। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনা দেশের গণতান্ত্রিক সংগ্রামকে আরও বেগবান করবে। দেশের জনগণ আজ একজন সাহসী, দেশপ্রেমিক ও জনপ্রিয় নেতার প্রত্যাবর্তনে উজ্জীবিত।
এম এফ আই আনোয়ার আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যাবে। অভিনন্দন বার্তায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি
এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে