১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট-১ আসনের প্রার্থী এডভোকেট আনোয়ার হোসেন সুমন এর নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:২৮ অপরাহ্ণ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট-১ আসনের প্রার্থী এডভোকেট আনোয়ার হোসেন সুমন এর নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

অসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে এডভোকেট আনোয়ার হোসেন সুমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনয়ন পেয়েছেন। তিনি পার্টির সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক। শ্রমিক, মেহনতি গণমানুষের বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে এডভোকেট সুমন বিশেষ পরিচিত। সম্প্রতি ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান শ্রমিকদের যৌক্তিক দাবীর সমর্থনে কাজ করার জন্য কারা বরণ করেন। তিনি চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও রিক্সা-ভ্যান-ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্ঠা।
শুক্রবার সকাল ১১টায় রিকাবীবাজারস্থ পার্টি কার্যালয়ে সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে, খায়রুল হাছানের সঞ্চলনায় এডভোকেট আনোয়ার আনোয়ার হোসেন সুমনের নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী মনিষা ওয়াহিদ, রিক্সা- ভ্যান-ইজিবাইক শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্পাদক মাসরুক জলীল, উদীচী সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পার মিন্টু, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সিপিবি কোতোয়ালী থানা শাখার সহ- সম্পাদক আহমেদুর রশীদ রিপন, জালালাবাদ থানা শাখার সম্পাদক বিধান দেব চয়ন, শাহপরান থানা শাখার সহ-সম্পাদক রাশেদুল ইসলাম , সন্দীপ দাস, স্বপন মাহমুদ প্রমূখ। সভায় বক্তারা বলেন মেহনতি মানুষের মুক্তির জন্য আমাদের লাল ঝান্ডার সাথে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য কাস্তে মার্কার বিকল্প নেই। সত্যিকার বৈষম্য দূর করার জন্য বাম ধারার রাজনীতি জরুরী।
এডভোকেট আনোয়ার হোসেন সুমন তার বক্তব্যে বলেন সিলেট শহরকে বাস্তবতার নিরিখে সাজিয়ে তোলার কাজে তিনি সিলেটবাসীর সাথে থাকবেন। কোন শ্রমজীবি মানুষ উচ্ছেদ নয় সকলকে সাথে নিয়ে কাজ করে সুন্দর শহর বির্নিমান করতে হবে। সিপিবি মেহনতি মানুষের পার্টি। পার্টির আদর্শ বাস্তবায়ন করতে তিনি বদ্ধ পরিকর। তিনি আরও বলেন চা শ্রমিকদের ন্যজ্য মজুরী নিশ্চিত করতে তিনি কাজ চালিয়ে যাবেন। তিনি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ঞ্জাপন করে বলেন পার্টি তাকে যে দায়িত্ব দিয়েছে সকলকে সাথে নিয়ে তিনি তা পালন করবেন। তিনি সিলেটবাসীর প্রতি শুভেচ্ছা জানান।
আগামীকাল পার্টির পক্ষে এডভোকেট আনোয়ার হোসেন সুমন মনোয়ন পত্র ক্রয় করবেন।

এই নিউজ ৩০৩ বার পড়া হয়েছে