১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গণঅধিকার ছাড়লেন সংসদ সদস্য প্রার্থী সিলেটের মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত

প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:২২ অপরাহ্ণ
গণঅধিকার ছাড়লেন সংসদ সদস্য প্রার্থী সিলেটের মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি গণঅধিকার পরিষদ-এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট-এর সাবেক সভাপতিও ছিলেন।

জানা যায়, সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে তরুণ সংগঠক শাহনেওয়াজ চৌধুরী রাহাত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক লিখিত পদত্যাগপত্রে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের কথা জানান।

পদত্যাগপত্রে মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত উল্লেখ করেন, ন্যায়নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে গণঅধিকার পরিষদ অতীতে ছাত্র, যুব, শ্রমিক ও সাধারণ মানুষের সমন্বয়ে দেশের ৬৪টি জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বহু ত্যাগ, ঝুঁকি, সময়, মেধা ও স্বপ্নের বিনিময়ে গড়ে ওঠা এই সংগঠনকে বর্তমানে অতি স্বল্প মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের কতিপয় ব্যক্তির শিশুসুলভ আচরণ, বারবার মতের পরিবর্তন, ব্যক্তিস্বার্থে দলীয় বৃহত্তর স্বার্থ বিসর্জন, ন্যায়নীতি ও আদর্শহীনতা সংগঠনকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। দুই দফায় ৬৪ জেলার নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে মাত্র দুইজন ব্যক্তির সিদ্ধান্তে দল পরিচালিত হওয়া এবং শীর্ষ পর্যায় থেকে সংগঠনের নিজস্ব ধারা ও প্রতীক পরিহারের প্রবণতা তাকে হতাশ করেছে। এমন নেতৃত্বের অধীনে নিজেকে আর ধারণ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

সিলেট জেলা ও উপজেলার সহযোদ্ধাদের সঙ্গে জরুরি পরামর্শ সভা করে এবং সবাইকে কারণ অবগত করেই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান। একইসঙ্গে সংগঠনের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, গত কয়েক বছর ধরে যে স্বপ্ন দেখিয়ে আসছিলেন, বর্তমান বাস্তবতায় তা এই প্ল্যাটফর্ম থেকে বাস্তবায়ন করা দুষাধ্য হয়ে পড়েছে। তিনি শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।

ব্যক্তিগত বিশ্বাসের বিষয়ে তিনি বলেন, তিনি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং জুলুম-অন্যায়, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে তিনি অবস্থান করেন।

পদত্যাগপত্রের শেষাংশে তিনি বলেন, যে যেখানেই থাকুক না কেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

এই নিউজ ৩২০ বার পড়া হয়েছে