১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

এম এম নাছির উদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাগরিক সংবর্ধনা প্রদান

প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:১১ অপরাহ্ণ
এম এম নাছির উদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাগরিক সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জের কৃতি সন্তান, শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী এম এম নাছির উদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শরীফগঞ্জ ইউনিয়নের মুসলিমগঞ্জ বাজারে এ সংবর্ধনা প্রদান করা হয়।

শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সোহরান আলীর সভাপতিত্বে ও হাফিজ সাদিকুর রহমান এবং আফজল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন।

হাফিজ রাসেল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সুরুজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী এনামুল হক এনাম, মাস্টার কুতুব উদ্দিন, মাস্টার নাজমুল ইসলাম, আল ফালাহ জামিয়া ইসলামিয়া খাটখাই মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী রিংকু, এনার মিয়া, লেবু মিয়া, মইনুল ইসলাম ফয়সল, সেবই মিয়া, সাদিক মিয়া, জসিম উদ্দিন, সাংবাদিক জাহিদ হোসেন, ছিতু মিয়া, হারুনুর রশিদ বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ, ইমাউল করিম মুন্না, হাফিজ সায়েদ আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এম এম নাছির উদ্দিন শরীফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন অসহায় মানুষের পাশে সব সময় দাড়ান। তিনি শরীফগঞ্জ উন্নয়ন সংস্থার মাধ্যমে এই ইউনিয়নে করোনাকালীন সময়, বন্যা সহ বিভিন্ন দূর্যোগপূর্ণ মূহুর্তে পাশে ছিলেন। এছাড়াও ব্যক্তিগত ভাবে তিনি অনেক অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন। প্রবাসে থেকেও তিনি শরীফগঞ্জ ইউনিয়নের মানুষদের কথা ভুলে যাননি। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও নেক হায়াত কামনা করছি।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এম এম নাছির উদ্দিন বলেন, মানবসেবাকে আমি ইবাদত মনে করি। বিগত দিন যেভাবে আমি ইউনিয়ন বাসীর পাশে ছিলাম আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে। আমি একজন ক্ষুদ্র মানুষকে আজকে নাগরিক সংবর্ধনা দেওয়ার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও তিনি সাবেক চেয়ারম্যান ইস্কান্দার আলী, এম এ মোছাব্বির, মাস্টার রেহান উদ্দিন সহ ইউনিয়নের সকল মুরব্বিদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এই নিউজ ৩২৩ বার পড়া হয়েছে