১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

এ. ওহাব প্লাজা ‘দোকান সমিতি’ নির্বাচনে সভাপতি নির্বাচিত সাংবাদিক আব্দুল আজিজ

প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ণ
এ. ওহাব প্লাজা ‘দোকান সমিতি’ নির্বাচনে সভাপতি নির্বাচিত সাংবাদিক আব্দুল আজিজ

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসায়ী মার্কেট এ. ওহাব প্লাজা ‘দোকান সমিতি’ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক আব্দুল আজিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির আহমদকে হারিয়ে তিনি নির্বাচিত হন।

নির্বাচনে সাংবাদিক আব্দুল আজিজ পেয়েছেন ৫৪০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কবির আহমদ পেয়েছেন ১১০ ভোট।

নির্বাচিত প্রার্থী সাংবাদিক আব্দুল আজিজ জানান, এই ব্যবসায়ী মার্কেট নিয়ে নানা জটিলতা রয়েছে। বিগত দিন অনেকেই প্রভাব কাটিয়ে ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত ছিল। ইনশাআল্লাহ, ব্যবসায়ীরা যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এজন্য আমি ব্যবসায়ী উন্নয়নে কাজ করে যাবো।

এই নিউজ ৩১০ বার পড়া হয়েছে