বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএএমবিএফ) জাতীয় সদর দপ্তরের যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএএমবিএফ সিলেট মহানগরের সভাপতি, সিলেট উইমেন্স মডেল কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।
গত বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বিএএমবিএফ জাতীয় সদর দপ্তরের চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক এস এম সাইফুর রেজা স্বাক্ষরিত এক পত্রে সিলেট বিভাগকে সুসংগঠিত ও মহাসচিবকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তাকে উক্ত পদে নির্বাচিত করা হয়।
আলহাজ্ব মনসুর আহমদ লস্কর যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, সাধারণ সম্পাদক ও জাতীয় সদর দপ্তরের সেন্ট্রাল অর্গানাইজার মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক সামাদ আজাদ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
এই নিউজ ৩২৬ বার পড়া হয়েছে