১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বাসার দরজায় দুদকের নোটিশ

প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ণ
আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বাসার দরজায় দুদকের নোটিশ

‎নাইন ডেস্ক

‎সিলেট সিটি কপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পর এবার তার ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. শহিদুল ইসলাম চৌধুরী শহীদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ টাঙিয়েছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)।



‎বুধবার (০৭ জানুয়ারি) নগরীরর রায়নগর রাজবাড়ীস্থ শহীদের বাসায় কাউকে না পেয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী চাওয়া হয়েছে।



‎দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে দুদকের একটি দল এই নোটিশটি টাঙিয়েছেন। আদেশটি জারি করেছেন দুদকের উপপরিচালক রাফী মো. নাজমুস সাদা’ত।



‎এর আগে গত ২৮ সেপ্টেম্বর সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় এভাবে নোটিশ টানায় দুদক।



‎নোটশে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের ‘স্থির বিশ্বাস‘ জন্মেছে যে শহীদ চৌধুরী তার জ্ঞাত আয়ের বাইরে নামে–বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে নিজের এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ও বেনামে অর্জিত সব ধরনের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দুদক কার্যালয়ে দাখিল করতে হবে।‘



‎নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে অথবা মিথ্যা বিবরণী প্রদান করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশের সঙ্গে সম্পদ বিবরণীর একটি সেট সংযুক্ত রয়েছে।



‎দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক এপিএস মো. শহিদুল ইসলাম চৌধুরী শহীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক থেকে আজকে আমরা একটি টিম আসছি। ডিডি স্যারের নির্দেশে সম্পদ বিবরণীর নোটিশ টাঙিয়ে জারি করার জন্য। আমরা টাঙিয়ে জারি করছি। পরবর্তীতে তিনি তার পদক্ষেপ গ্রহন করবে। বিবরণী দাখিল করবো।‘



‎তিনি বলেন,  ‘আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদক কার্যালয়ে বিবরনী দাখিল করতে পারবেন।‘

এই নিউজ ৩৮৯ বার পড়া হয়েছে