১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-৬ আসনে দলীয় মনোনয়ন চান এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী

admin
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ণ
সিলেট-৬ আসনে দলীয় মনোনয়ন চান এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী

Manual2 Ad Code

সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী।

তিনি জানান, আমি বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাই। কিন্তু দল আমাকে মনোনয়ন না দিলে আমি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করি। আমি ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার বাবাকে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম সরকার মনোনীত করেছিলেন। সেই থেকে আমি শহীদ জিয়ার আর্দেশে অনুপ্রেরাণীত হয়ে বিএনপির রাজনীতিতে মননিভেশ করি। শহীদ জিয়ার আদর্শ, স্বাধীনতার মূল্যবোধ, বাংলাদেশী জাতির কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে কাজ করতে চাই। আমি বিগত দিনগুলোতে দলের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি।

Manual2 Ad Code

তিনি বলেন, আমাকে যদি সিলেট-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন না প্রদান করেন, তাহলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো। বিএনপির প্রতিটি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code