১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ

প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ণ
সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ

সিটি আদর্শ ফাউন্ডেশন ৮নং ওয়ার্ড সিলেট কর্তৃক আয়োজিত “সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” এর ফলাফল প্রকাশ হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সিটি মডেল স্কুল মিলনায়তনে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। এসময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান আশরাফুল ইসলাম চৌধুরী, বৃত্তি পরীক্ষা সমন্বয়ক সিদ্ধার্থ দাশ ও প্রান্ত দাশ সহ ফাউন্ডেশন এবং বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক অন্যান্য সদস্যবৃন্দ।

এ বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৯২ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। যেখানে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৪ জন, সাধারণ ক্যাটাগরিতে ৩৬ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ৫২ জন।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ২০২৫খ্রিঃ তারিখে ৮নং ওয়ার্ড সহ সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

বি:দ্র: মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে বৃত্তিপ্রাপ্তদের চিঠি ও ফোনের মাধ্যমে জানানো হবে।

বৃত্তির ফলাফল: ট্যালেন্টপুল বৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের রোল নম্বর হলো— ৪৬৫১, ৪৬১২, ৪৭১৪ ও ৪৭২৯।

সাধারণ গ্রেডে নির্বাচিত শিক্ষার্থীদের রোল নম্বর হলো- ৪৪০৭, ৪৪৬৭, ৪৪৬৬, ৪৪৩১, ৪৫৯০, ৪৫০২, ৪৫৫৪, ৪৫২০, ৪৫৬৯, ৪৫৮৫, ৪৫৩৮, ৪৫১৭, ৪৬৬৪, ৪৬০১, ৪৬১৩, ৪৬১৭, ৪৬০৩, ৪৬৪৪, ৪৬৪৬, ৪৭০৮, ৪৭১২, ৪৭১০, ৪৭১৩, ৪৭৫৯, ৪৭০৯, ৪৭২৭, ৪৮০৫, ৪৮০৮, ৪৮১২, ৪৮০২, ৪৮১৫, ৪৮০৯, ৪৮১০, ৪৮০৪, ৪৮১১ ও ৪৮৪৪।

বিশেষ গ্রেডে নির্বাচিত শিক্ষার্থীদের রোল নম্বর হলো- ৪৪৫২, ৪৪৫১, ৪৪৩৬, ৪৪৩২, ৪৪১৬, ৪৪৪৭, ৪৪২৫, ৪৪০৪, ৪৪৫৭, ৪৫০৭, ৪৫৮৬, ৪৫০৬, ৪৫০৩, ৪৫০৫, ৪৫৫১, ৪৫৯৬, ৪৫৫২, ৪৫২৫, ৪৫৮৮, ৪৫৪৬, ৪৫৯৯, ৪৬০৮, ৪৬১১, ৪৬২৬, ৪৬৪৮, ৪৬১৮, ৪৬৫৪, ৪৬৪৩, ৪৬৫৫, ৪৭৪৮, ৪৭৪১, ৪৭৬০, ৪৭০৫, ৪৭২১, ৪৭৪২, ৪৭৫৭, ৪৭৩৭, ৪৭৩৮, ৪৭৩২, ৪৮৪৯, ৪৮১৬, ৪৮৩৮, ৪৮১৯, ৪৮৪৮, ৪৮৩০, ৪৮৪৬, ৪৮০১, ৪৮৪৩, ৪৮২৮, ৪৮০৩, ৪৮৪০ ও ৪৮৪১।

এই নিউজ ৩২২ বার পড়া হয়েছে