১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

শ্রীমদভাগবতগীতার জ্ঞান ও উপদেশ আমাদের জীবনের আলোকবর্তীকা : এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ
শ্রীমদভাগবতগীতার জ্ঞান ও উপদেশ আমাদের জীবনের আলোকবর্তীকা : এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, শ্রীমদভাগবতগীতার জ্ঞান ও উপদেশ আমাদের জীবনের আলোকবর্তীকা হিসাবে কাজ করে যাচ্ছে। শ্রীমদভাগবতগীতার চীরন্তন বাণী ও আদর্শে আমরা আমাদের জীবন পথ পরিচালনা করতে পারি।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্হানে ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন মিথ্যা ট্যাগ লাগিয়ে তাদের বাড়ি-ঘরে হামলা, লুটপাট,অগ্নিসংযোগ, নির্যাতন বন্ধ করতে হবে। মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে ধর্মীয় সংখ্যালঘু হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক ও সর্ব্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) নগরীর তালতলাস্থ শ্রী শ্রী গোবিন্দজীউ আখড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘোষিত জাতীয় পর্যায়ে শ্রীমদভাগবতগীতা পাঠ প্রতিযোগিতা ও সিলেট জেলা পর্যায়ে শ্রীপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পূজা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন এর সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাস, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক প্রদীপ কুমার দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পূজা পরিষদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কর, তথ্য ও গবেষনা সম্পাদক উজ্জল চন্দ, সাংস্কৃতিক সম্পাদক রিংকু চক্রবর্ত্তী, সহ সাংগঠনিক সম্পাদক লিপটন রঞ্জন তালুকদার, মহানগর শাখার সাংস্কৃতিক সম্পাদক রকি দেব,জেলাশাখার সদস্য অধ্যাপক হ্রিষিকেশ ধর, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি অনিল কান্ত পাল, সাধারণ সম্পাদক রবীন্দ্র রায়, বিজয়ানীবাজার সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্ত্তী, জৈন্তাপুর সাধারণ সম্পাদক দুলাল দেব এবং রম্যাংশু চক্রবর্ত্তী সুমন প্রমুখ।

বিচারক হিসেবে ক ও খ বিভাগে দায়িত্ব পালন করেন আশোক রঞ্জন চৌধুরী, বনমালী ভট্টাচার্য্য, স্বপন চক্রবর্ত্তী, ডা. মালা রানী দেব, রতন কান্তি দাস,শিবানী দেব, রজত চক্রবর্ত্তী।

শ্রীপাঠ প্রতিযোগিতায় ক বিভাগে ১ম স্থান অর্জন করেন রিমঝিম চক্রবর্ত্তী, ২য় স্থান অর্জন করেন তুলসি দাশ তুলি, ৩য় স্থান অর্জন করেন পুশ্পিতা দাস নিঝুম। খ বিভাগে ১ম স্থান অর্জন করেন পূর্ণিমা রানী দাস, ২য় স্থান অর্জন করেন অর্নব চন্দ্র দাস, ৩য় স্থান অর্জন করেন দৃষ্টি তালুকদার।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল প্রতিযোগী, অভিভাবক সহ উপস্থিত সকলকে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগামীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ে শ্রীপাঠে অংশ গ্রহণের জন্য প্রতিযোগীদের দিক নির্দেশনা দেয়া হয়।

এই নিউজ ৩২৯ বার পড়া হয়েছে