১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটের মেন্দিবাগ থেকে কুখ্যাত ছিনতাইকারী তপু গ্রেপ্তার

প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ণ
সিলেটের মেন্দিবাগ থেকে কুখ্যাত ছিনতাইকারী তপু গ্রেপ্তার

 

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকা থেকে কুখ্যাত ছিনতাইকারী মিনহাজুল ইসলাম তপু (২৫ ২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই ও মোবাইল চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাঈনুল জাকির। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকার একটি কলোনি থেকে পালিয়ে যাওয়ার সময় তপুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তপু সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হান্নানের ছেলে।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালী থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় তপু মেন্দিবাগ এলাকার শাহজালাল ব্রিজের নিচে একটি কলোনিতে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘরের টিন কেটে লাফ দিতে গিয়ে তিনি আহত হন। পরে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

কোতোয়ালী থানার ওসি জানান, তপুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই নিউজ ৪৮৮ বার পড়া হয়েছে