১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

জাতীয় শিক্ষা সপ্তাহে গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ জিন্নুর আহমদ চৌধুরী

প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ণ
জাতীয় শিক্ষা সপ্তাহে গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ জিন্নুর আহমদ চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ জামেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নুর আহমদ চৌধুরী।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা বাছাই কমিটি তাকে উচ্চ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (স্কুল) হিসেবে মনোনীত করে।

রোববার ( ১১ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে মনোনীত বোর্ড মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মোঃ জিন্নুর আহমদ চৌধুরীকে নির্বাচিত করে।

মোঃ জিন্নুর আহমদ চৌধুরী জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

এই নিউজ ৩১৯ বার পড়া হয়েছে