নাইন ডেস্ক :
শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ।
গত ৯ জানুয়ারি (শুক্রবার) কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ কামরুজ্জামান জুবেদ ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আকাশ স্বাক্ষরিত এক পত্রে তার নাম ঘোষনা করা হয়।
এছাড়াও হাসান আহমদ বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মরহুম আবুল হারিছ চৌধুরী ফাউন্ডেশনের কাতারের সভাপতি পদে দায়ত্বিরত রয়েছেন। তিনি ২০০৭ সালে কাতারে পাড়ি জমান। এরপর থেকে তিনি কাতারে অবস্থানরত বাংলাদেমী প্রবাসীদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে হাসান আহমদ বলেন, শহিদ ওয়াসিম বিগ্রেডের মতো একটি সংগ্রামী ও আদর্শিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়বদ্ধতারও। ইনশাআল্লাহ, সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
তিনি এই দায়িত্ব প্রদানের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহিদ ওয়াসিম বিগ্রেডকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
এই নিউজ ৩৯১ বার পড়া হয়েছে