১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জের ভাদেশ্বরে প্রবাসীর ক্ষেতের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ

প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
গোলাপগঞ্জের ভাদেশ্বরে প্রবাসীর ক্ষেতের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগে লন্ডন প্রবাসী মাহমুদ আলীর স্ত্রীর ক্ষেতের জমি থেকে মাটি কেটে পুকুর বানিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ দায়েরের পর বুধবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আনন্দ সরেজমিন ক্ষেতের জমিটি পরিদর্শন করেছেন।

জানা যায়, একই গ্রামের আখমল আলীর ছেলে জগলু আহমদ ওই প্রবাসীর ক্ষেতের জমি থেকে মাটি কেটে পুকুর বানিয়ে ফেলেন। এই বিষয়টি প্রবাসী মাহমুদ আলী জানতে পারলে তার কেয়ার টেকার মামুন আহমদকে দিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জগলু আহমদের সাথে কথা বললে তিনি জানান, আমাকে একই গ্রামের কুটু তেরার ছেলে জিল্লুর রহমান, জিলাল আহমদ এবং মঞ্জু আহমদ টাকার বিনিময়ে মাটি কেটে নিতে বলেছেন। এজন্য আমি এ কাজ করেছি।

এই নিউজ ৩১৮ বার পড়া হয়েছে