১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে রাস্তা বন্ধ না করতে আদালতের নির্দেশনা

admin
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ০২:৪২ অপরাহ্ণ
গোলাপগঞ্জে রাস্তা বন্ধ না করতে আদালতের নির্দেশনা

Manual3 Ad Code

সিলেট নাইন ডেস্ক:

প্রায় সাড়ে তিনশ’ বছরের পুরানো রাস্তা বন্ধ না করার নির্দেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি (১৫ এপ্রিল) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট এ নির্দেশ দেন। আদালতের লিখিত এ নির্দেশ ১৯ জুন গোলাপগঞ্জ থানা পুলিশ এবং বাদি ও বিবাদীর কাছে পাঠানো হয়।সিলেট হোটেল ব бронирование

Manual5 Ad Code

তবে রাস্তাটি ইতিপূর্বে বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন একটি গ্রামের প্রায় অর্ধসহস্র অধিবাসী। তারা চরম অমানবিক অবস্থায় চলাফেরা করছেন।

অভিযোগ ও আদালতের নির্দেশ পর্যালোচনা করে জানা যায়, গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামের লম্বাহাটিতে প্রায় সাড়ে তিনশ’ বছরের পুরানো একটি রাস্তা দখল করে বাথরুমের ট্যাংকি নির্মাণ করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন, তার ভাই রিমন আহমদ, মৃত আইয়ুব আলীর ছেলে জয়নাল আহমদ, মানিক মিয়া ও তার লোকজন।

গ্রামবাসী এর প্রতিবাদ করেন। তারা মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিলেটের পুলিশ সুপার, গোলাপগঞ্জ থানাপুলিশের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এমনকি তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। কিন্তু তবু প্রতিপক্ষকে ট্যাংকি নির্মাণ থেকে বিরত রাখা যায়নি। এক পর্যায়ে ভুক্তভোগী গ্রামবাসী সেনাবাহিনীর দ্বারস্ত হন।

Manual5 Ad Code

কিন্তু মিনহাজ ও তার লোকজন রাস্তা বন্ধ না করার প্রতিশ্রুতি দিলেও তারা তা রক্ষা করেন নি। উল্টো আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করেন। আদালত কাগজপত্র দেখে, উভয়পক্ষের বক্তব্য শুনে এবং গোলাপগঞ্জ থানাপুলিশের দেয়া তদন্ত রিপোর্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে গ্রামবাসীর চলাচলে বাধা সৃষ্টি না করতে মিনহাজ উদ্দিন ও তার পক্ষকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুরো বিষয়টি স্থানীয় সালিশ বা উপযুক্ত আদালতের মাধ্যমে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।

আদালতের আদেশে উভয় পক্ষকে নিজেদের পক্ষে শান্তিপূর্ণ অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে এবং গোলাপগঞ্জ থানাপুলিশকে শন্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

এদিকে গ্রামবাসীর সঙ্গে আলাপকালে জানা গেছে, রাস্তায় ট্যাংকি নির্মাণের কারণে গত প্রায় এক বছর ধরে প্রায় ৪০টি পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এ ঘরের পেছন দিয়ে বা অন্য কারো উঠান দিয়ে ঝোপঝাড় পেরিয়ে তাদের মূল সড়কে উঠতে হচ্ছে। তারা অবিলম্বে আদালতের নির্দেশ মেনে চলাফেরা স্বাভাবিক করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual2 Ad Code

গোলাপগঞ্জ থানা পুলিশের কাছে আদালতের নির্দেশনা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাদেপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জা এসআই জাকির। তিনি বলেন, আমরা নির্দেশনা পেয়েছি। বিষয়টি সালিশে নিষ্পত্তির জন্য বলা হয়েছে। আমরা উভয়পক্ষকে নোটিশ দিয়ে বিষয়টি জানিয়ে দিবো। ২/১ দিনের মধ্যেই নোটিশ জারি হবে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code