১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

‘পাথর কোয়ারী খুলে না দিলে রাস্তায় নামবে শ্রমিক-মালিকরা’

admin
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ০২:৩৫ অপরাহ্ণ
‘পাথর কোয়ারী খুলে না দিলে রাস্তায় নামবে শ্রমিক-মালিকরা’

৫ আগস্টের পর সরকার কর্তৃক অনুমোদিত লীজ পেলেও অজ্ঞাত কারণে তা স্থগিত করে দেওয়া হয়েছে, যার ফলে সিলেটের পাথর কোয়ারী সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক ও মালিক পরিবার আজ অনিশ্চয়তায় ভুগছে। বক্তারা বলেন, আজ থেকে ৫০-৬০ বছর আগে থেকে সিলেট অঞ্চলের খেটে খাওয়া মানুষ এই পাথর কোয়ারীর সঙ্গে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে সঠিকভাবে লীজ প্রক্রিয়া সম্পন্ন করে পাথর উত্তোলনের সুযোগ দিলে সরকার বছরে কোটি কোটি টাকার রাজস্ব পাবে।

বক্তারা অভিযোগ করেন, সিলেটের পাথর ব্যবহার না করে পরিবেশের অজুহাত দেখিয়ে বিদেশ থেকে নিম্নমানের পাথর আমদানি করে দেশের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশের সম্পদ নষ্টের শামিল এবং দেশের মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছু নয়।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিলেটের মানুষ তাদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে নামলে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। আমরা দেখেছি ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণ কীভাবে রুখে দাঁড়িয়েছে। যদি প্রয়োজন হয়, শ্রমিক-মালিকরা আবারও রাস্তায় নামবে।

পাথর কোয়ারী বন্ধ থাকায় হাজার হাজার ক্রাশার মিল আজ বন্ধ হয়ে গেছে। অনেক মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্রাশার মিল চালু করেছিলেন, এখন সেই ঋণ শোধ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মিলের মিটার ও বিদ্যুৎ সংযোগ অন্যায়ভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, অথচ বিল পরিশোধ করছে মালিকরা নিজেরাই। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি, অতি দ্রুত পাথর কোয়ারী খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে লক্ষ লক্ষ মানুষ পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকে।

সোমবার (৩০ জুন) সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজন ধুপাগোল শহীদ মিনার পয়েন্টে, সিলেটের ৫টি পাথর কোয়ারীর ইজারা স্থগিত ও ট্রাক শ্রমিকদের গাড়ী তল্লাশীর নামে হয়রানি ও সকল ক্রাশার মালিকদের ব্যবসার সুযোগ এবং বিদ্যুৎ মিটার পূণরায় ফেরত দেওয়ার দাবিতে গণঅনশন কর্মসচীতে বক্তারা উপরোক্ত কখাগুলো বলেন।

সিলেট সদর পাথর স্টোন ক্রাশার মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি মো: মন্তাজ আলির সভাপতিত্বে ও ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল হকের পরিচালনায়, অনশন ও সমাবেশ পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্য রখেন, সিলেট জেলা ট্রাক পিকাপ মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. নাজির আহমদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ট্রাক পিকাপ মালিক গ্রুপের সহ সভাপতি, মুজিবুর রহমান মুজিব, সিলেট সদর পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি ও ৫নং ওয়ার্ড জামায়াত ইসলামির সভাপতি মুহিবুর রহমান সুলেমান, সিলেট সদর উপজেলা বিএনপি সদস্য মামুন আল রশিদ হেলাল,সিলেট সদর পাথর স্টোন ক্রাশার ও বালি ব্যবসায়ী মালিক সমিতির সহ সভাপতি শানুর মিয়া, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, ব্যবসায়ী ও ৬নং ফতেগড় ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম,এয়ারপোর্ট থানা ট্রাক পিকাপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক রাজু আহমদ, সালুটিকর ঘাট পাথর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম,সিলেট জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, জেলা যুবদল নেতা হাফিজুর রহমান, অনি মিয়া, শামিম আহমদ।

ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, কামাল মিয়া, আব্দুল আহাদ, সোনাফর আলি, ইশ্রাক আলী, হারিস উদ্দিন, আক্তার হোসেন, শাহজামাল, সেবুল আহমদ, মনসুর আহমদ, কাওছার মিয়া, আতাউর রহমান, জিতু মিয়া, হাবিব মিয়া, মামুন মিয়া, রাজা মিয়া প্রমুখ।