১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ০৮:৫০ অপরাহ্ণ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্টঃঃ
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরীর টিলাগড়ে সিলেট সরকারি কলেজ-সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত দুজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, গ্রিনহিল স্টেট কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন (২৭) এবং জামান গ্রুপের কর্মী মুরছালিন আসফিয়া (১৯)।
সিলেট শাহপরাণ (রহ.) থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা নিরসনে একটি বৈঠকের কথা ছিল। এর মধ্যে এক পক্ষ দেশি অস্ত্র নিয়ে মহড়া দিলে সেনাবাহিনীর সদস্যরা দুজনকে আটক করেন। পরে তাদের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে ।
জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুসারী আব্দুস সামাদ লস্কর মুনিম গ্রুপ ও আব্দুস সালাম টিপু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল।
সূত্র জানায়, সংঘর্ষের শুরু হয় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিনহাজ উদ্দীনকে মারধরের মধ্য দিয়ে। মুনিম লস্কর গ্রুপের কর্মীরা মিনহাজের ওপর হামলা চালায়। এর পরপরই মিনহাজ সমর্থক টিপু গ্রুপের নেতাকর্মীরা পাল্টা জবাব দেয়, যা ঘণ্টাব্যাপী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় টিলাগড় এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টিলাগড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Manual1 Ad Code
Manual3 Ad Code