১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি নেতার বাড়িতে প্রতিপক্ষের হামলা- ভাঙচুর

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
বিএনপি নেতার বাড়িতে প্রতিপক্ষের হামলা- ভাঙচুর

Manual5 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

Manual7 Ad Code

বিএনপি নেতা এমাদ আহমদ এরশাদের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এমাদ আহমদ এরশাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাগরখলা গ্রামে বিএনপি নেতা এরশাদের বাড়িতে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযুক্ত বিএনপির নেতা কামাল আহমদ খোকন (বর্তমান মেম্বার) ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দলবল নিয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা ভয়ে আতংকিত হয়ে পড়ে।

Manual1 Ad Code

হামলার শিকার বিএনপি নেতা এমদাদ আহমদ এরশাদের মাতা বলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ খোকন (বর্তমান মেম্বার) আমাকে মুঠোফোনে কল দেন। একপর্যায়ে হুমকি দিয়ে বলে- ‘তোর ছেলেকে বলবি সে যেন দেশে না আসে। যদি তোর ছেলেকে পাই জানে শেষ করে দেবো বলে হুমকি দেয়। এবং অকত্যভাষায় গালিগালাজ করে। এখন আমার ছেলে দেশে আসলে তার নিরাপত্তার ঝুকি রয়েছে।

প্রত্যাক্ষদর্শী সুমন আহমদ জানান এলাকায় এরশাদ ভাইয়ের আলাদা ইমেজ রয়েছে,একজন ব্যক্তির ইমেজে ইর্ষান্বিত হয়ে হামলা করা দুঃখজনক।

ভুক্তভোগী বিএনপি নেতা এমদাদ আহমদ এরশাদ প্রতিবেদক বলেন আমি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে সে জন্য কামাল আহমদ খোকন (বর্তমান মেম্বার) ঈর্ষান্বিত হয়ে আমার বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে, সে প্রভাবশালী ও জুলুমবাজ। ক্ষমতার অপব্যবহার করে মানুষকে হামলা মামলা দিয়ে নির্যাতন নিপিড়ন করা তার পেশা হয়ে দাড়িয়েছে।বর্তমানে কামাল আহমদ খোকন মেম্বার এক আতংকের নাম। আমি এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

Manual4 Ad Code

এমদাদ আহমদ এরশাদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাগখলা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code