১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব হাজী মওলুল হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী ৯ জুলাই

admin
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব হাজী মওলুল হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী ৯ জুলাই

Manual5 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, কামালগঞ্জ প্রাইমারী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভূমিদাতা, তেলিরাই জামে মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী, স্টেশন রোড হাজী মওলুল হোসেন জামে মসজিদ ভার্থখলার প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাবেক সহ সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ও সহ সভাপতি, গণদাবি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি, স্বাধীনতা উত্তর মোল্লারগাও ইউনিয়নের চেয়ারম্যান সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের কৃতি সন্তান মরহুম হাজী মো. মওলুল হোসেন এর ২০তম মৃত্যুবার্ষিকী আগামী ৯ জুলাই (বুধবার)।

Manual7 Ad Code

বুধবার (৯ জুলাই) তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে শিরনী বিতরণের আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

ঐদিন পরিবারের পক্ষ থেকে গুপশহর মদিনাতুল উলুম এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হবে। পরে বাদ আসর তেলিরাই জামে মসজিদ ও স্টেশন রোড হাজী মওলুল হোসেন জামে মসজিদ ভার্থখলায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুম ৬ষ্ঠ ছেলে মো. এমদাদ হোসেন।

Manual1 Ad Code
Manual5 Ad Code