১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের নগদ চেক বিতরণ

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ০৩:১২ অপরাহ্ণ
সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের নগদ চেক বিতরণ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্ট:

Manual8 Ad Code

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে “হাসপাতাল সমাজসেবা কার্যক্রম”-এর আওতায় ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোকে প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০০ রোগীর মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার দুপুর ১২টায় হাসপাতালের সেমিনার কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

হাসপাতালের সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার জাহানারা বেগমের সভাপতিত্বে ও সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।

তিনি তার বক্তব্যে বলেন, “সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কর্মসূচিতে সিলেটে এখন পর্যন্ত ৪,৯৬৯ জনের চেক শতভাগ বিতরণ করা হয়েছে। এই ছয়টি জটিল রোগে আক্রান্তরা চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে থাকেন। পঞ্চাশ হাজার টাকার এই সহায়তা তাদের জন্য আশার আলো বয়ে এনেছে।” ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোখলেছুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জামিলা খাতুন, সহযোগী অধ্যাপক ও নাক-কান-গলা হেড-নেক বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাইম, হাসপাতাল সমাজসেবা অফিস সহকারী হাবিবুর রহমান।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code