১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা রিমনের প্রকাশ্যে চলাফেরা, এখনও ধরা ছোয়ার বাহিরে

admin
প্রকাশিত জুলাই ১২, ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ
হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা রিমনের প্রকাশ্যে চলাফেরা, এখনও ধরা ছোয়ার বাহিরে

Manual5 Ad Code

সিলেটে ছাত্রলীগের কুখ্যাত রিমন মিয়ার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠলেও, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই অবস্থায় সিলেটের সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। তাকে সে সময় সহযোগিতা করছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন। রিমন মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের আব্দুস রশিদ দোলা মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়া পরও রিমন মিয়ার নির্বিঘ্নে প্রকাশ্যে চলাফেরা সহ সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রেখেছে। গুম, খুন, মাদক ব্যবসা, জমি দখল ও জালিয়াতি, প্রতিটি অপরাধেই তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি ২০১৮ সালের ফেঞ্চুগঞ্জ ডাক বাংলা ভূমি অফিসে পরিত্যক্ত একটি ঘরে পিটাইঠিকর গ্রামের লেচু মিয়ার ছেলে সুনামের হত্যা মসামলার অন্যতম চার্জশীটভুক্ত আসামী এই রিমন। পলাতক জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুলের ছত্রছায়ায় রিমন নির্দিধায় তার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে গেছে। এখনও সে অধরা রয়ে গেছে।
সূত্রে জানা গেছে, এর আগেও রিমনের বিরুদ্ধে মাদক মামলা ছিল। সরকার পতনের আগে তিনি ও তার সহযোগীরা মুখে মাস্ক ও ক্যাপ পরিধান করে নিরীহ ছাত্রজনতার ওপর একাধিকবার সশস্ত্র হামলা চালিয়েছে। একজন ভুক্তভোগী ছাত্র বলেন, “আমরা শুধু শান্তিতে পড়াশোনা করতে চেয়েছি, কিন্তু রিমন ও নাজমুল বারবার আমাদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে।”
সাধারণ মানুষের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তারা আইনের চোখ ফাঁকি দিয়ে চলেছে। কিন্তু সরকার পতনের পরেও প্রশাসনের নিষ্ক্রিয়তা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
সচেতন মহল, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যা বিভিন্ন অপরাধ কর্মকান্ডের মূল হোতা মামলার আসামী এই রিমন মিয়াকে গ্রেফতারের জোর দাবি জানান।

Manual1 Ad Code
Manual3 Ad Code