১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তরুণ উদ্যোক্তা মুকিতকে বিএমজেএ-এর সংবর্ধনা প্রদান

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
তরুণ উদ্যোক্তা মুকিতকে বিএমজেএ-এর সংবর্ধনা প্রদান

Manual8 Ad Code

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রিন্স সালাম মুকিতকে সংবর্ধনা প্রদান। সোমবার (১৪ জুলাই) এসোসিয়েশনের কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

Manual8 Ad Code

এসোসিয়েশনের সিনিয়র সদস্য (ইনকিলাব) ফয়সল আমীনের সভাপতিত্বে ও (সিলেট সংবাদ) মো. নুরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত অতিথির বক্তব্যে রাখেন তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রিন্স সালাম মুকিত।

Manual5 Ad Code

অমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি ফুয়াদ বিন রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য মাছুম আহমদ চৌধুরী (লন্ডন বাংলা)।

এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য এম এ মালেক (যুগভেরী), আলমগীর হোসেন (বাংলা টিভি) এম আর টুনু তালুকদার (নাগরিক টিভি), শাহীন আহমদ ((মাই টিভি), রত্না আহমদ তামান্না (সিলেটের সময়), অমিতা সিংহা (ইত্তেফাক), বাবর জোয়ারদার (সিলেট নাইন), রেজওয়ান আহমদ (সিলেট প্রেস), শাহীন আলম (ডেসটিনি), সুলেমান আহমদ, আবুল কাহার, আব্দুল মাজিদ চৌধুরী, মুজিবুর রহমান চঞ্চল, মাহবুব আল মারুফ প্রমুখ।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code