গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা যুব মহিলা লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম এর বাড়িতে হামলা হয়েছে। ভুক্তভোগী মরিয়ম
উপজেলার পনাইরচক গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
জানা যায় , সম্প্রতি লন্ডনে বিভিন্ন সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মরিয়ম নিয়মিত অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি জামাত নিয়ে নানান নেতিবাচক পোস্ট করছেন। এবং তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে লন্ডনে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করছেন।
এর জের ধরে বাংলাদেশে তার গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময় তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মরিয়ম এর ভাই আব্দুর রহিম জানান, বারবার হামলা করে আমাদের নিঃস্ব করে দিতে চাইছে সন্ত্রাসীরা। তার অভিযোগ এই হামলায় বিএনপি- ছাত্রদল ও জামায়াতের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন।