১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:

Manual2 Ad Code

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শেখপুর গ্রামে যুব মহিলা লীগের সদস্য শাফিনা আক্তার ও তার ছোট বোন ফারেহা জান্নাতের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামাত জোটের নেতাকর্মীরা সারাদেশে আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

এ ধারাবাহিকতায় গোলাপগঞ্জ থানাধীন শেখপুর গ্রামের মো. আব্দুল আহাদের দুই কন্যা শাফিনা আক্তার ও ফারেহা জান্নাতের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে।

Manual5 Ad Code

গত ৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে স্থানীয় বিএনপি-জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় শাফিনা আক্তারকে খুঁজে তাদের বাড়িতে যায়। তাকে বাড়িতে না পেয়ে তারা ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে ও লুটপাট চালায়। এসময় হামলাকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শাফিনা আক্তার বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য এবং ভাদেশ্বর ইউনিয়নের একজন সক্রিয় নেত্রী। শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে তার পরিবার এমন সহিংস হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা।

শাফিনা আক্তার ও ফারেহা জান্নাতের মা সেবু বেগম বলেন, “আমার মেয়েদের রাজনৈতিক পরিচয়ের কারণেই আমাদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান টার্গেট করা হয়েছে। তারা ৬টি ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তার অভাবে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছি।”

Manual4 Ad Code

ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code