১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জালালাবাদ গ্যাস অফিসে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
জালালাবাদ গ্যাস অফিসে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Manual2 Ad Code

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। শিক্ষার্থীরাই আগামীর দিনের ভবিষ্যৎ। আমাদের শিক্ষার্থীরা দেশের বাইরে যারা পড়াশোনা করছেন তারা সবাই নিজ নিজ জায়গায় ভালো করছেন। শিক্ষা-গবেষণা থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা। উন্নত শিক্ষা অর্জন করতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলেই নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে তৈরি করা সম্ভব।

Manual3 Ad Code

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর মেন্দিবাগ জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর গ্যাস ভবনের কনফারেন্স রুমে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে ২০২৩ সালের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর পরিকল্পনা ও আইসিটি ডিভিশন এর মহা ব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ বলেন, শিক্ষার্থীরা তাদের মন দিয়ে ভালো করে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করতে পারবে। শিক্ষার কোন বিকল্প নেই। মা-বাবা ও শিক্ষককের পরামর্শ অনুযায়ী লেখাপড়া করলে শিক্ষার্থীরা তাদের আদর্শ জীবন গড়ে তুলতে পারবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, জালালাবাদ গ্যাস অফিসের আজকের এই সংবর্ধনার মাধ্যমে আমাদের উন্নত শিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাবে। এ ধরনের বৃত্তি পেলে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করতে আগ্রহী হবে। এ ধরণের আয়োজন করায় তারা জালালাবাদ গ্যাস অফিস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Manual1 Ad Code
Manual4 Ad Code