১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জের ৫ আ.লীগ নেতা কারাগারে

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
গোলাপগঞ্জের ৫ আ.লীগ নেতা কারাগারে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ডেস্ক রিপোর্ট ::

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জামিন আবেদন নামঞ্জুর করে ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক শেখ আশফাকুর রহমান।

এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা।

কারাগারে প্রেরিতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, কাউন্সিলর ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও সাদেক আহমদ।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী প্রীতিশ দত্ত পিঙ্কু বলেন, ‘ছয় মামলায় ৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বার্তা বিভাগ