ডেস্ক রিপোর্ট ::
সিলেট জেলা ও মহানগর এনসিপি’র উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট শহীদ মিনার ও চৌহাট্টা প্রাঙ্গণে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি। বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির ডাকে সাড়া দিয়ে সিলেট জেলা ও মহানগর এনসিপি’র নেতৃবৃন্দ ব্লকেড কর্মসূচি পালন করে। আগামী ২৫ তারিখ সিলেটে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা সিলেট সফরে আসবেন তাই সিলেটে কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে এর জন্য বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট জেলা ও মহানগর এনসিপি’র উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল আয়োজন করা হয়। বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সিলেট জেলা ও মহানগর এনসিপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।