গোলাপগঞ্জ প্রতিনিধি:
ধারাবাহিক হামলা ও হুমকিতে বিপর্যস্ত হয়ে পড়েছেন শাফিনা আক্তার ও তার ছোট বোন ফারেহা জান্নাতের পরিবার। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শেখপুর গ্রামের যুব মহিলা লীগ নেত্রী শাফিনা আক্তার এবং তাঁর ছোট বোন ফারেহা জান্নাত সম্প্রতি ধারাবাহিক হামলা, লুটপাট, ও প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন। স্থানীয় বিএনপি-জামায়াতপন্থী একটি চক্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই হামলাকারীরা মুঠো ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। হামলাকারীরা আরো হুমকি প্রদান করে যে, “তোমরা যদি দেশ না ছাড়ো, মেরে ফেলব। বাড়িঘর, ৬ টিই ব্যবসা লুটে নিয়েছি আরো করব।”
এসব হামলা ও ভয়ভীতি প্রদর্শনের কারণে শাফিনা আক্তার ও তার ছোট বোন ফারেহা জান্নাত ও তাঁর পরিবার অজ্ঞাত স্থানে আত্মগোপনে রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব চিন্তায় শাফিনা আক্তার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী সাফিয়ান জান্নাত অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে জানান, “আমি ও আমার পরিবার প্রতিদিন মৃত্যুভয়ে দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ করছি—আমাদের নিরাপত্তা দিন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করুন।”
এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, শাফিনা আক্তার ও ফারেহা জান্নাতের পরিবার অনেক নির্যাতন ও হামলা মামলার শিকার হচ্ছে। আমরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সাথে ভুক্তভোগী পরিবারকে অবিলম্বে নিরাপত্তা প্রদান করতে ও রাজনৈতিক সহিংসতা দমনে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ: এদিকে শাফিনা আক্তার ও ফারেহা জান্নাতের পরিবরের উপর নির্যাতনের বিষয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এ ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।