১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী

প্রকাশিত জুন ৬, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী

সিলেট দক্ষিণ সুরমাসহ দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলাধীন ৯নং দাউদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক ও রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল-আজহা। ঈদুল-আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও মহান রবের প্রতি আনুগত্যের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ:) কুরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ:) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়।
তিনি বলেন, কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দু:খ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। নিম্নআয়ের মানুষেরাও যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় এবং ঈদোৎসবে শামিল হতে পারে সেলক্ষ্যে সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
বিএনপি নেতা আরিফ আহমদ চৌধুরী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে আবারো তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।

এই নিউজ ৩০৯ বার পড়া হয়েছে