
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
গোলাপগঞ্জে ফেইসবুক পোষ্টকে কেন্দ্র করে ফের ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুর
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক মাহফুজ আহমদ -এর বাড়িতে জামায়াত-এনসিপির হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
রবিবার (১১মে ) রাতে জামায়াত-এনসিপি মুখোশধারী একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ আহমেদের বাড়িতে নৃশংস হামলা করে টিভি, ফ্রিজ, দরজা জানালা সহ মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাড়িতে অবস্থানরত মাহফুজের বাবা- মা পরিবারের অন্য সদস্যরা আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে যখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে সেই প্রেক্ষাপটে জামায়াত-এনসিপি সক্রিয়ভাবে মাঠে প্রবেশের চেষ্টা করছে।
তার প্রেক্ষিতে পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগে সক্রিয় ভূমিকা পালন করায় মাহফুজ আহমেদকে রাজনৈতিকভাবে হেয় ও ভীত করার উদ্দেশ্যে এ হামলা ও ভাংচুর করেছে জামায়াত বিএনপির এই চক্রটি।
উল্লেখ্য যে মাহফুজ আহমদ বিদেশে অবস্থান করছেন। বিদেশে অবস্থান করে সোস্যাল মিডিয়া ফেইসবুকে সরব উপস্থিতি রয়েছে তার। দলের নেতাকর্মীদের মনোবল চাঙা করতে নিয়মিত লেখালেখি করেন। আর সেই লেখালেখি এখন তার পরিবারের জন্য কাল হয়ে দাড়িয়েছে।
এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি এক বিবৃতিতে বলেন, “শেখ হাসিনার অনুপস্থিতিতে যারা দেশকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
মাহফুজ আহমদ গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।