১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৭ হিজরি

বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গঠন করবে: খন্দকার মুক্তাদির

admin
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ০৪:২৮ অপরাহ্ণ
বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সমৃদ্ধ দেশ গঠন করবে: খন্দকার মুক্তাদির

ডেস্ক রিপোর্ট ::
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সমৃদ্ধশীল দেশ গঠনে কাজ করবে। বিএনপি সব শ্রেণি-পেশার মানুষের জন্য বাসযোগ্য দেশ গঠনের ক্ষমতায় গেলে সবাইকে নিযে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি বলেন, আমরা সবাই মিলে একসঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশের যুব সমাজকে কর্মমুখি করতে আমরা কাজ করে যাবে। এদেশ আমাদের সবার তাই সকলে মিলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে হবে।
তিনি রবিবার (২০ জুলাই) ১৩ নং ওয়ার্ডের তোপখানা, কাজিরবাজার ও মোগলটুলা এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান চৌধুরী সোহেল, সদস্য সচিব শোয়েব আহমেদ শোয়েব, মহানগর বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনাজ পাঠান, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মুহিবুর আলম, ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইকবাল হাসান , ১৩ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ন সম্পাদক বৃন্দের মধ্যে জাহাঙ্গীর আলম, অর্পণ গৌরব, হেলাল মিয়া, ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন ।