১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৭ হিজরি

নারী নেত্রী শাফিনা আক্তার ও তাঁর পরিবারের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানালো যুব মহিলা লীগ সিলেট মহানগর শাখা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ণ
নারী নেত্রী শাফিনা আক্তার ও তাঁর পরিবারের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানালো যুব মহিলা লীগ সিলেট মহানগর শাখা

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সম্প্রতি সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন শেখপুর গ্রামের যুব মহিলা লীগের নেত্রী শাফিনা আক্তার, তাঁর ছোট বোন ফারেহা জান্নাত এবং পরিবারের উপর সংগটিত ন্যাক্কারজনক ও বর্বর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে যুব মহিলা লীগ সিলেট মহানগর শাখা। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ও জামায়াতের একটি সন্ত্রাসী গোষ্ঠী রাতে মুখোশধারী অবস্থায় যুব মহিলা লীগের নেত্রী শাফিনা আক্তারের বাড়িতে প্রবেশ করে নির্মম হামলা চালায়। হত্যার হুমকি, শারীরিক নির্যাতন এবং সম্পূর্ণ পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এই হামলায় শাফিনা আক্তারের চাচাতো ভাই মাহিন আহমেদ গুরুতর আহত হয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার পর থেকে শাফিনা আক্তার মানসিক ট্রমার মধ্যে আছেন এবং তাঁর স্মৃতিশক্তিতে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। তিনি অনেক সময় কাউকে চিনতে পারছেন না। অন্যদিকে, প্রাণ বাঁচাতে ফারেহা জান্নাত ও তাঁদের মা কোথায় আশ্রয় নিয়েছেন, তা এখন পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানেন না। আশঙ্কা করা হচ্ছে, এ চক্রান্তকারীরা সুযোগ পেলে তাঁদের জীবননাশ ঘটাতে পারে।

এছাড়া, ভুক্তভোগী পরিবারকে ঘিরে যাঁরা লেখালেখি করছেন, তাঁদেরকেও বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। লিখা বন্ধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব ঘটনা স্পষ্টতই দেশের নারীদের রাজনীতিতে অংশগ্রহণ ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত এবং গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন।

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে যুব মহিলা লীগ সিলেট মহানগর শাখা তাদের কিছু দাবি তুলে ধরে। দাবিগুলো হলো:

১. এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. শাফিনা আক্তার ও তাঁর পরিবারের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা।
৩. ডিজিটাল ও ফরেনসিক তদন্তের মাধ্যমে হুমকিদাতাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা।
৪. একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা।

তারা প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, মানবাধিকার সংস্থা এবং সুশীল সমাজের প্রতি আহ্বান জানায় যে, এই জঘন্য হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিন এবং ভবিষ্যতে এমন হামলা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।