১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার করলো ফায়ার সার্ভিস

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার করলো ফায়ার সার্ভিস

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":2,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে নৌকা ডুবে নিখোঁজের ১২ ঘন্টা পর সৈয়দ মুহি উদ্দিন (৫৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার এরালবিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা।

নিহত মুহি উদ্দিন উপজেলার ঘোগারকুল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দ আরমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে মাছ ধরতে এরালবিলে যান মুহি উদ্দিন, আব্দুল খালিক ও সৈয়দ লুৎফুর রহমান। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলে খালিক ও লুৎফুর রহমান নৌকায় ধরে রেখে স্থানীয়দের সহযোগিতায় পাড়ে উঠতে সক্ষম হন। তবে মুহি উদ্দিন সাঁতরে পাড়ে উঠার চেষ্টা করেও ব্যর্থ হন।

স্থানীয়রা রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে সকালে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

সকালে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে এরালবিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

বার্তা বিভাগ