১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জেলা যুবদল সভাপতি এড. মোমিন

admin
প্রকাশিত জুন ৬, ২০২৫, ০৪:০৫ অপরাহ্ণ
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জেলা যুবদল সভাপতি এড. মোমিন

Manual6 Ad Code

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (০৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত হয়ে মুসলিম উম্মাহ প্রতিবছর পবিত্র ঈদুল আযহা উদযাপন করে থাকে। ঈদুল আযহা কেবল আনন্দ আর উৎসবের দিনই নয়, বরং আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহর প্রতি গভীর আনুগত্য প্রকাশের এক মহান উপলক্ষ। পশু কোরবানির মাধ্যমে আমরা আত্মত্যাগের যে শিক্ষা পাই, তা আমাদের ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন। তাই ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কোরবানির মাংস গরিব-দুঃখী ও অসহায় মানুষের মধ্যে বন্টন করে ঈদের প্রকৃত শিক্ষা ও মানবিক দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের এই কঠিন সময়ে আমরা জনগণের পাশে আছি এবং থাকবো। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে ধৈর্য, সংযম ও সৌহার্দ্য বজায় রেখে মানবিক সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পরিশেষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলকে ঈদ মোবারক জানান।

Manual1 Ad Code
Manual5 Ad Code