ভারত বাংলাদেশের নিরাপদ প্রতিবেশী নয়।বিভিন্নভাবে অন্যের দেশ দখল করে ভারত এখন বিশাল ভূখণ্ডের অধিকারী। ভারতের বর্তমান ভূখণ্ডের ৪৮ শতাংশই দখলকৃত। জবরদখলের মতো জঘন্য অপকর্মকে ভারত তার স্বাভাবিক কার্যক্রমের অংশ বলেই মনে করে। ভারতের এই আগ্রাসী মানসিকতা তার সব প্রতিবেশীর জন্যই বিপজ্জনক। প্রতিবেশী সব দেশেই ভারত তার অনুগত লোক তৈরি করেছে এবং তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। ভারত চায় না, বাংলাদেশ ভারত ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক রক্ষা করুক। পাকিস্তান-চীন তো দূরের কথা, এমনকি ভারতকে ডিঙিয়ে আমেরিকার সঙ্গেও সম্পর্ক গড়ে তুলুক, তা ভারতে কোনোভাবেই মেনে নিতে পারে না। ভারতের এ ধরনের তৎপরতা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য শুধু অপমানজনকই নয়, আমাদের অস্তিত্বেরও প্রশ্ন।
যেহেতু এ সমস্যা আমরা ভৌগোলিক তথা প্রাকৃতিকভাবেই পেয়েছি, তাই আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি থাকতে হবে। এ ক্ষেত্রে আশার খবর হলো, বাংলা ভূখণ্ডের মানুষ ঐতিহাসিকভাবেই বিদ্রোহী ও স্বাধীনচেতা। তারা কখনো বাইরের শক্তির কাছে মাথানত করেনি। লাখ লাখ মানুষের শাহাদাতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এদেশকে রক্ষা শক্তি-সামর্থ্য আমাদের আছে। আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। তবে কেউ যুদ্ধ চাপিয়ে দিলে আমরা বিনাযুদ্ধে আত্মসমর্পণ করব না।
আমাদের বীর ছাত্র-জনতা জুলাই-আগস্টে অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে। ফলে দিল্লির দাসী হাসিনা তার প্রভুর কোলে আশ্রয় নেয়। আর বাংলাদেশ ভারতীয় পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে নতুন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করে। এমন একটি পরাজয় ভারতের কাছে একেবারেই অকল্পনীয় ছিলে।
বাংলাদেশে শেখ হাসিনাকে দিয়ে ভারত ১৫-১৬ বছর ধরে যে নিপীড়ন চালিয়েছে, তার দায়-দায়িত্ব এক দিন ভারতকে বহন করতেই হবে। হিটলার যুদ্ধ করেছে সারা বিশ্বে তার জাতির কর্তৃত্ব ও নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। ভারতও শেখ হাসিনা দিয়ে বাংলাদেশের ঘরে ঘরে নির্যাতন চালিয়েছে দেশপ্রেমিক জনগণকে নিশ্চিহ্ন করে বাংলাদেশকে চিরতরে গ্রাস করার জন্য। সেই চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়েছি। গণহত্যার জন্য হিটলার বাহিনীর বিচার হতে পারলে শেখ হাসিনা ও আওয়ামী লীগেরও বিচার হবে। সেই সঙ্গে তার প্রভু ভারতকেও একদিন তার এসব কৃতকর্মের জন্য ভুগতে হবে।
মো মনির হোসেন
সাংবাদিক ও কলামিস্ট
monirece.siu@gmail.com