১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‎‎যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ০১:৪৯ অপরাহ্ণ
‎‎যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন

Manual6 Ad Code

‎বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বিবিআইএস), সিলেট পরিদর্শন করেন যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সোমবার (২১ অক্টোবর) সকালে সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ ক্যাম্পাসে যান এই প্রতিনিধি দল।

Manual8 Ad Code

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর সাফল্যের পেছনে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশেষ করে ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠানের ভূমিকা ও মান সম্পর্কে সরাসরি ধারণা অর্জন করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। ‎পরিদর্শনকালে স্যার শেখ অলিউর রহমান, ওবিই; বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপারে গভীর আশাবাদ ব্যক্ত করেন।

‎‎বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শনকালে উইলমিংন্টন গ্রামার স্কুলের প্রাক্তন হেড টিচার মি. চার্লস জন গথরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, উপস্থাপনা ও ভাষাগত দক্ষতার প্রশংসা করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মি. অ্যাটকিন্স, মি. পিটার ডেনিস পোগোস, মিস. নাওমি এলেক্স গ্রে, ড. মো. আজিজ-উর রহমান, সৈয়দ নিরাজ রহমান এবং মি. মো. শরিফুল ইসলাম।

Manual3 Ad Code

‎‎পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর কাওসার জাহান কয়সর, বিবিআইএস এর বোর্ড অব ডিরেক্টরস এর অন্যতম পরিচালক কাজী নূরজাহান খান আহমেদ, অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁঞা, অত্র প্রতিষ্ঠানের চিফ অব একাউন্টস ও চিফ কো-অর্ডিনেটর।

Manual4 Ad Code

‎‎পরিদর্শন শেষে প্রতিনিধি দল বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স এবং প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দেশ-বিদেশে আরও সাফল্য অর্জন করবে। সবশেষে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর, অধ্যক্ষ এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক -শিক্ষিকাগণ বৃটিশ প্রতিনিধি দলকে সহাস্যে বিদায় জানান।

Manual1 Ad Code
Manual6 Ad Code