ডেস্ক রিপোর্ট::
সিলেট নগরীতে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ফাহাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ এসএমপি’র শাহপরান থানার বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ ১৫-৩৯৬১) বিমানবন্দরের দিকে যাচ্ছিল। একই সময়ে দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক আম্বরখানার দিকে যাচ্ছিলেন। এসময় মালনীছড়া এলাকায় ট্রাকটির সঙ্গে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ফাহাদ ঘটনাস্থলেই মারা যান। আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম শ্যামল সিলেটেকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।