২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীর আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ গ্রফতার ২

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ণ
সিলেট নগরীর আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ গ্রফতার ২

 

ডেস্ক রিপোর্ট 

সিলেট গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিরাবাজার এলাকায় আবাসিক হোটেল জাহানে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একপুরুষ ও একনারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পংকজ বিশ্বাস (৩০) ও মৌমিতা রানী দাস (২০)

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট নগরীর মিরাবাজারস্থ আবাসিক হোটেল জাহান এর ২য় তলা, ২০৪ নং কক্ষে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী রয়েছে।

নগরীর আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ২ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি ও মিডিয়া অফিসার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

ডিবি পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সিলেটে আবাসিক হোটেল থেকে গ্রেফতারকৃত নারী-পুরুষ