২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে যুবদলকর্মী রনি হত্যার প্রধান আসামির দেশত্যাগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ণ
গোলাপগঞ্জে যুবদলকর্মী রনি হত্যার প্রধান আসামির দেশত্যাগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী জসীম আহমদ  রনি হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি শেখ রাজু দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে বিমানে বসা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন— “Good bye Bangladesh, ফি আমানিল্লাহ।”
এর আগে পলাতক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও আপলোড করেন শেখ রাজু। সেই ভিডিওর একটিতে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন
উল্লেখ, গত ১০ আগস্ট শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী এলাকায় ফেইসবুক পোস্টের জেরে যুবদল কর্মী জসীম আহমদ রনিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানাকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জসীম আহমদ রনি উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ও দুই সন্তানের জনক ছিলেন।
জানা যায়, অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি ও রাজু দুজনেই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। তবে কয়েকদিন আগে রাজুর পরকীয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তোলেন রনি। এমনকি ফেসবুকে এ সম্পর্কিত ছবি পোস্টও করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রনিকে ছুরিকাঘাত করেন শেখ রাজু বলে নিজেই স্বীকার করেছেন।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শেখ রাজু। সর্বশেষ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে  পোস্ট দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।