২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিনা খানের চমক!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
বিয়ানীবাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিনা খানের চমক!

যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক কমর উদ্দিনের কন্যা, সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিনা খান বলেছেন, কোনো ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে এখন আর ভয় করার কিছু নেই। বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি আজও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের শক্তির প্রতীক।

তিনি আরো বলেন, বহির্বিশ্বে বিএনপিকে সংগঠিত করতে আমার পিতা কমর উদ্দিন অনেক কাজ করেছেন। বিশেষ করে যুক্তরাজ্য বিএনপিকে সংগঠিত করেছেন। আমার পিতার স্বপ্ন ছিল বিয়ানীবাজার গোলাপগঞ্জের জন্য কাম করা। পিতার স্বপ্ন পূরণে আমি সিলেট- আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
আমাদের ভবিষ্যৎ আপনাদের হাতে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সিলেট-৬ আসনকে একটি মডেল আসনে রূপ দিতে পারব।

তিনি গণতন্ত্র প্রতিষ্টায় তারুণ্যের অহংকার তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে ও তাঁর হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানিয়ে বলেন, দেশের প্রকৃত গণতন্ত্রের জন্য আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। অথচ এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ গোষ্ঠী চক্রান্ত করছে। বিএনপি নেতাকর্মীরা এই সকল চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।”

বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার ( ৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর-বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মিছিলটি সাবিনা খানের নেতৃত্বে উপজেলা সদরের আল আরাফা ব্যাংকের সামন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এক সভা। অনুষ্ঠিত হয়।

সভায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির
সহ সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে ও পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল।

শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, সাবেক সহ-সভাপতি ফারুক রেদওয়ান, সিলেট জেলা কৃষক দলের সদস্য গুলজার আহমদ রাহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, যুগ্ন আহ্বায়ক দৌলা হোসেন সুভাস।

র‍্যালী ও সভায় সিলেট জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।