ডেস্ক রিপোর্ট::
গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ আসনের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে এ গণসংযোগ শুরু হয়। বাঘা ইউনিয়নের পরগনা বাজার, এরপর যথাক্রমে সোনাপুর বাজার, বটরতল বাজারে প্রার্থীকে নিয়ে খেজুর গাছের সমর্থনে এ গণসংযোগ করেন নেতাকর্মীরা। এসময় তারা আগামী সংসদ নির্বাচনে খেজুর গাছের পক্ষে সমর্থন আদায়ে ব্যবসায়ী, ক্রেতা সাধারণের সাথে কুশল বিনিময় করে লিফলেট তুলে দেন।
<span;>গণসংযোগকালে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সাথে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া, সহ সভাপতি হাফিজ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফফার, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশিদ রহমান, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা শাহেদ আহমদ, যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্বস আল মাহমুদ, শ্রমিক জমিয়ত জেলা দক্ষিণের সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকির, বাঘা ইউনিয়ন সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, সেক্রেটারী নুরুল ইসলাম জুয়েল,যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা সহসভাপতি মাওলানা জিল্লুর রহমান, ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ আব্দুস সালাম, প্রচার সম্পাদক খুবাইব বিন জামিল, বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, বাঘা ইউনিয়নের খেজুর গাছের সাবেক প্রার্থী নুরুল আমিন, মাওলানা গোলজার আহমদ মাওলানা জমাল উদ্দিন, মাওলানা মাহতাব উদ্দিন সহ এলাকার শতাধিক নেতাকর্মী মুরব্বিয়ান যুবক ও ছাত্র জনতা উপস্থিত ছিলেন।