২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাদেপাশা উত্তর পাঞ্জেগানা মসজিদে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ণ
বাদেপাশা উত্তর পাঞ্জেগানা মসজিদে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নে বাদেপাশা উত্তর পাঞ্জেগানা মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী মসজিদের সকল মুসল্লীয়ান ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে মসজিদ কমিটির মুতাওয়াল্লী আব্দুস সালামের সভাপতিত্বে ও মাওলানা জসিম উদ্দিন রহমানির উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আলী আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শেরপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন রাজাগঞ্জি, বাদেপাশা উত্তর পাঞ্জেগানা মসজিদের ইমাম হাফিজ ক্বারী আব্দুল মোমিন।

অনুষ্ঠানে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিন্নি বিতরণ করা হয়। এছাড়াও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, মুর্দেগানের মাগফেরাত কামনা ও প্রবাসীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।