২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিএনসিসি প্লাটুনের উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিএনসিসি প্লাটুনের উদ্বোধন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের সম্মানিত রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন রেজিমেন্ট এডজুটেন্ট মেজর মুনতাসীর আরাফাত। কলেজের অধ্যক্ষ ও প্রাক্তন বিএনসিসিও মো. ফয়জুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শুরুতেই প্রধান অতিথিকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজ বিএনসিসি প্লাটুনের চৌকষ ক্যাডেটরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

রেজিমেন্টের কমান্ডার মহোদয়ের উদ্বোধনী ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও বিএনসিসি পতাকা উত্তোলন করে প্লাটুন পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া কর্ণেল রাশেদুল হাসান প্রিন্স পরিদর্শন বইয়েও মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন।

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থী ও ক্যাডেটদের অংশগ্রহণে প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির রেজিমেন্ট কমান্ডার বিএনসিসির গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম বিকাশে বিএনসিসি অনন্য। পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে সামরিক বাহিনীর সহায়ক শক্তি হিসেবেও এটি কার্যকর ভূমিকা পালন করে।”

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিএনসিসির কার্যক্রমকে যুগোপযোগী বলে আখ্যায়িত করে বলেন, “সেনাবাহিনী সবসময়ই আমাদের কাছে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সততা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত। তাঁদের সাথে কাজ করার অভিজ্ঞতা আমাকে সবসময় মুগ্ধ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনসিসির সংস্পর্শে থেকে আমাদের শিক্ষার্থীরা কেবল পড়াশোনাতেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা অর্জন করবে। তাদের মধ্যে দায়িত্ববোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে, যা আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে। আর বিএনসিসি’র কার্যক্রম আমাদের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের আলোকিত, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অধ্যক্ষ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলেজ পরিবারের পক্ষ থেকে বিএনসিসি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ ময়নামতি ব্যাটালিয়নের অধিনায়ক বিএনসিসিও মেজর ড. তোফায়েল আহমেদ, বিএনসিসিও লে. মনির, ২/লে. হেলাল এবং সামরিক প্রশিক্ষকবৃন্দ। অতিথি, বিএনসিসি ক্যাডেট ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে রেজিমেন্ট কমান্ডার ময়নামতি রেজিমেন্টের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষকে রেজিমেন্টাল ক্র্যাস্ট প্রদান করেন। পরে অতিথিবৃন্দ ক্যাডেটদের সাথে ফটোসেশনে মিলিত হন।