২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আমাদের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা: ড. আহমদ আব্দুল কাদের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:১৮ অপরাহ্ণ
আমাদের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা: ড. আহমদ আব্দুল কাদের

ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, আমাদের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা। এজন্য প্রয়োজন আল্লাহভীরু, সৎ, জনগণের অধিকার রক্ষায় অবিচল নেতৃত্ব। আগামী জাতীয় নির্বাচনে এমন প্রার্থীকে বেছে নিতে হবে, যারা ক্ষমতায় গিয়ে জনগণকে ভুলে যাবে না, যারা মানুষের হক নষ্ট করবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে-ই জনগণের জন্য কল্যাণ আনতে পারে। তাই আমি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সঠিক নেতৃত্বকে নির্বাচিত করে প্রমাণ করুন, বাংলাদেশে সৎ নেতৃত্বের জয় সম্ভব।

বৃহস্পতিবার বিকেলে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে খেলাফত মজলিস মনোনিত ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাদিকুর রহমানের সমর্থনে গোলাপগঞ্জ চৌমুহনীতে বিশাল গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ড. আহমদ আব্দুল কাদের ২৪ এর গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সারা বাংলাদেশে শহীদদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বলেন, আমাদের ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামত না, আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারতাম না। তারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট বন্ধ করার জন্য। কিন্তু এক বছরের ব্যবধানে আমরা দেখলাম-দুর্নীতি, চাঁদাবাজি, খুন, রাহাজানি আরও বেড়েছে। জুলাই যোদ্ধারা লড়েছিলেন ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য। তারা একদল ক্ষুধার্থকে সরালেও আরেকদল ক্ষুধার্থ সুযোগের অপেক্ষায় আছে ক্ষমতা দখলের জন্য। তাই আসুন আমরা সবাই শপথ করি, আর কোনো দখলবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের বাংলাদেশের ক্ষমতায় বসতে দেব না। এই শপথ যদি আমরা নিতে পারি, তাহলে গোলাপগঞ্জের সাত শহীদসহ দেশের সকল শহীদের আত্মা শান্তি পাবে।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৬ আসনে খেলাফত মজলিস মনোনিত প্রার্থী মাওলানা সাদিকুর রহমান বলেন, ৫৪ বছরেও সাধারণ মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি, কারণ শাসকগোষ্ঠীর অন্তরে খোদাভীরুতা ও ন্যায়বোধের অভাব ছিল স্পষ্ট। আমরা দেখেছি, ক্ষমতা ও সম্পদের লোভে তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতি আর বৈষম্যের দেয়াল উঁচু করেছে। কিন্তু জুলাই বিপ্লব নতুন আশার দ্বার উন্মোচন করেছে। এই বিপ্লব শুধু সরকারের পরিবর্তন নয়, এটি হচ্ছে ন্যায়ভিত্তিক, কল্যাণমূলক রাষ্ট্র গড়ার ঐতিহাসিক আহ্বান।

খেলাফত মজলিস বিশ্বাস কওে বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। আল্লাহর নির্দেশনা অনুযায়ী সত্য ও ন্যায়ের রাজনীতি ছাড়া স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি আবার লুটপাটের রাজনীতিকে সমর্থন করব, নাকি আল্লাহভীরু নেতৃত্বকে বেছে নিয়ে এই ভূমিকে সত্যিকারের ন্যায়রাষ্ট্রে পরিণত করব? আমি আহ্বান জানাই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রতিটি মানুষকে নিজের সন্তানদের ভবিষ্যৎ, মজলুমের অধিকার, সৎ শাসন প্রতিষ্ঠার জন্য ঘড়ি প্রতীকে ভোট দিন। আসুন, বিভেদ ভুলে আমরা একসাথে দাঁড়াই। কল্যাণমূলক রাষ্ট্র গড়ার এই যাত্রায় আল্লাহর ওপর ভরসা রেখে ঐক্যবদ্ধ হই। ন্যায়, দয়া ও সততার এই পথে আপনার এক ভোট হবে বদলে যাওয়া বাংলাদেশের প্রতীক।

গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে গণজামায়তে বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার-৩ আসনে ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল, সিলেট মহানগর সভাপতি ও সিলেট ১ আসনে ঘড়ি প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাস হাসান, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট মহানগর সহসভাপতি মাওলানা শামছুদ্দিন ইলিয়াছ, জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ শিব্বির আহমদ, মাস্টার নুরুল হক, উলামা বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সালেহ নজীব আল আইয়ূবী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সভাপতি সালমান আহমদ।

সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন, সহসভাপতি মাওলানা আলী আহমদ। বক্তব্য দেন, গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, বিয়ানীবাজার উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুল হালিম প্রমুখ।

এরপূর্বে সকাল ১১ টায় ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সদিকুর রহমানকে নিয়ে এক বিশাল মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গোলাপগঞ্জ চৌমুহনী থেকে শুরু করে বিয়ানীবাজার চারখাই, বিয়ানীবাজার, চন্দরপুর, ঢাকাদক্ষিণ হয়ে আবার গোলাপগঞ্জ চৌমুহনীর গণজমায়েতে শরীক হয়।